রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলি, শিশুসহ গুলিবিদ্ধ ৩

টেকনাফ প্রতিনিধি | মঙ্গলবার , ৯ মে, ২০২৩ at ৫:৫৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় দুই শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছে। গতকাল সোমবার দুপুর ১টার দিকে উপজেলার ক্যাম্প৮ ওয়েস্টে এ ঘটনা ঘটে। এপিবিএন১৪ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ছৈয়দ হারুন রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন ক্যাম্প৮ ওয়েস্ট ব্লকের মো. করিমের ছেলে ওমর সাদেক (), মো. জামালের ছেলে সাফায়েত জসিম () ও মো. ইউনুসের ছেলে কলিম উল্লাহ (৪৮)। জানা যায়, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ক্যাম্প৮ ওয়েস্টের এ/২০ ব্লকের ১৫২০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ ক্যাম্প৮ ইস্টের বি৬২ ব্লকে অবস্থান করা আরএসও গ্রুপের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দু’গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় দুই শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হয়। একপর্যায়ে দুই গ্রুপই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অতিরিক্ত ডিআইজি ছৈয়দ হারুন রশীদ বলেন, দুপুরে দু’পক্ষের সন্ত্রাসীরা হঠাৎ গোলাগুলি শুরু করে। এ সময় ক্যাম্পের ভেতরে দোকানে বসা এক ব্যক্তি ও দুই শিশু গুলিবিদ্ধ হয়। তাদেরকে ক্যাম্পের এনজিও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, এখন ক্যাম্পের নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে গোলাগুলি। অন্যান্য সময় রাতে ঘটলেও গতকাল দিনের বেলায় ঘটেছে। অধিকাংশ ক্যাম্প পাহাড় বেষ্টিত হওয়ায় অপরাধীরা গা ঢাকা দিতে পারে। আজকেও তারা ঘটনার পরপরই গা ঢাকা দিয়েছে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে বাস চাপায় বাইকের দুই আরোহীর মৃত্যু