রোহিঙ্গা ক্যাম্পে দুইপক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ১১ জানুয়ারি, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নুর কামাল (২৫) নামের একজন নিহত হয়েছে। গত শুক্রবার মধ্যরাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ২৬ নম্বর নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের আইব্লকে এ ঘটনা ঘটে বলে জানান ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ কাউছার সিকদার। জানা যায়, নিহত নুর কামাল একই ক্যাম্পের বাসিন্দা আবুল কালামের ছেলে। সে একজন চিহ্নিত সন্ত্রাসী এবং নিজের নামে বাহিনী গড়ে তুলে রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকায় নানা অপরাধ সংঘটন করে আসছিল।

স্থানীয়দের বরাতে পুলিশ কর্মকর্তা কাউছার সিকদার বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে নুর কামাল ও খালেক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শুক্রবার মধ্যরাতে দুইপক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ বাধে। এতে গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে নুর কামাল আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পস্থ ক্লিনিকে নিয়ে যায়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাতে সংঘর্ষের খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে জানান তিনি। কাউছার সিকদার জানান, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের বিরোধে ঘটনার তথ্য পাওয়া গেলেও তদন্তের পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনগর বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন
পরবর্তী নিবন্ধরাউজানে বিএনপির দুই প্রার্থী নিয়ে অস্বস্তিতে নেতাকর্মীরা