রোহিঙ্গা ক্যাম্পে টয়লেটের ভেতর থেকে দুই নারীর মরদেহ উদ্ধার

| মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ at ১২:৪৭ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে টয়লেটের ভেতর থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ৩নং ক্যাম্পের এফ-৭৫ ব্লকের রশিদ আহমদের স্ত্রী মমতাজ বেগম(৫৫) ও সুবাইদা বেগম (১৮)। তারা সম্পর্কে মা-মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন।

১৪ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার (সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডার) মৃত্যুঞ্জয় দে সজল মুঠোফোনে জানান, ‘এ ঘটনার তদন্ত চলমান রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে বিএনপি ও যুবদল নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষ, নিহত ১
পরবর্তী নিবন্ধঅনলাইন জুয়াকে কেন্দ্র করে লোহাগাড়ায় যুবককে হত্যার অভিযোগ