কক্সবাজারের উখিয়া থেকে নিষিদ্ধ উগ্রপন্থি সংগঠন হিযবুত তাহরীরের এক সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট- এটিইউ। গ্রেপ্তার ব্যক্তি ব্র্যাকের হয়ে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার পুলিশের এই বিশেষায়িত শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তির নাম এইচ এম মেহেদী হাসান রানা, বয়স ৩০ বছর। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর মীর্জাগঞ্জে।
তিনি বেসরকারি সংস্থা ব্র্যাকের একটি প্রকল্পে রোহিঙ্গা ক্যাম্পে চুক্তিভিত্তিক নিয়োগে অ্যাসিসটেন্ট টেকনিক্যাল অফিসারের দায়িত্বে আছেন। রাজধানীর ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি পাস করেন। বিজ্ঞাপ্তিতে বলা হয়, ‘মেহেদী হাসান হিযবুত তাহরীরের আইটি (তথ্য প্রযুক্তি) বিভাগে যুক্ত ছিলেন। নিষিদ্ধ এই সংগঠনটির অনলাইন সম্মেলন ও প্রচারে তার সম্পৃক্ততা ছিল।’
উখিয়ার পালংখালী এলাকা থেকে বুধবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে বলা হয়, তার কাছ থেকে হিযবুত তাহরীরের তিন রকমের সাতটি লিফলেট জব্দ করা হয়েছে। এছাড়া তার মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। মেহেদীর বিরুদ্ধে উখিয়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে বলে এটিইউর পক্ষ থেকে জানানো হয়েছে।