রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা ও জালনোটসহ আর্মড পুলিশের ৩ সদস্য আটক

উখিয়া প্রতিনিধি | শনিবার , ২৪ এপ্রিল, ২০২১ at ৫:৫৭ পূর্বাহ্ণ

রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ৩ পুলিশ সদস্যকে ইয়াবা ও জালনোটসহ আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তানজিমারখোলা এপিবিএন পুলিশ ব্যারাকের নিজ নিজ কক্ষে তারা আটক হন। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জালনোটসহ এক হাজার ৯শ ৫৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল ৮ এপিবিএন কর্মরত এসআই সোহাগ, কনস্টেবল মিরাজ ও কনস্টেবল মো. নাজিম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শরণার্থী ক্যাম্প-১৩ ব্লক-এ এর হেডমাঝি একরামকে (৩৮) দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে দিতে এসআই সোহাগ চাপ দিয়ে আসছিলেন। এক পর্যায়ে হেডমাঝি একরাম বিষয়টি ৮ এপিবিএন সিনিয়র এএসপি কামরুল ইসলামকে অবগত করেন। এর ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও জাল টাকাসহ ওই তিন আর্মড পুলিশ সদস্যকে আটক করা হয়।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ (এপিবিএন) এর অধিনায়ক শিহাব কায়সার খান জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাদের আটক করা হয়। ইয়াবা সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়ার পর রাত ১০টার দিকে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয় হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাবউদ্দিনের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধজ্বলন্ত ভবনে সবাইকে জাগিয়ে নিজে গেলেন মৃত্যুর পথে