উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় সন্ত্রাসী গ্রুপ আরসা ও আরএসও’র দুইজন সদস্য নিহত হয়েছেন। গতকাল বুধবার বালুখালী এবং জামতলী ক্যাম্পে পৃথক এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল বুধবার ভোরে উখিয়ার বালুখালী ৮ ওয়েস্ট ক্যাম্পে বিবদমান সন্ত্রাসী গ্রুপ আরসা ও আরএসওর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এক পর্যায়ে আরএসওর ছোঁড়া গুলিতে আরসা গ্রুপের স্থানীয় কমান্ডার চাকমাইয়া ইউসুফ গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে আরএসওর সদস্যরা ক্যাম্পের ডি/১৮ ব্লকের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে জবাই করে হত্যা করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে এপিবিএন–১৪ এর অধিনায়ক মোহাম্মদ ইকবাল জানান, আধিপত্য বিস্তারের জেরে দুই গ্রুপের সংঘর্ষ হয়। সেখানে চাকমাইয়া ইউসুফ নামে একজন নিহত হয়। নিহত রোহিঙ্গা ক্যাম্প–৯ এর আই/৫ ব্লকের মো. ইয়াসিনের ছেলে। তার বিরুদ্ধে ৩টি হত্যা মামলা রয়েছে বলে জানান তিনি।
এদিকে এ ঘটনার প্রতিশোধ নিতে গতকাল বুধবার সকাল ৬টার দিকে উখিয়ার ১৫ নং জামতলী ক্যাম্পে আরসা গ্রুপের সদস্যরা আরএসও গ্রুপের এক সদস্যকে গলা কেটে হত্যা করে। ৮ এপিবিএনের অধিনায়ক মো. আমির জাফর জানান, সকালে আরসা সন্ত্রাসীরা ডি/১৩ ব্লকের ইমান হোসেনের পুত্র মো. আরাফাতকে (১৫) অস্ত্রের মুখে জোরপূর্বক তুলে নিয়ে ক্যাম্পের ডি/৪–৫ ব্লকের রাস্তায় ওপর গলা কেটে জবাই করে হত্যা করে পালিয়ে যায়।
ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কঙবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন। বর্তমানে ক্যাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।












