রোহিঙ্গা ক্যাম্পে আরসার শীর্ষ সন্ত্রাসী অস্ত্র-গুলি ও গ্রেনেডসহ আটক

উখিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১২ নভেম্বর, ২০২৪ at ১১:১৬ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা’র) শীর্ষ সন্ত্রাসী সৈয়দুল আমিনকে ২টি হ্যান্ড গ্রেনেড ১টি দেশীয় তৈরি শর্ট গান, ৪ রাউন্ড শর্ট গানের কার্তুজ সহ আটক করে এপিবিএন পুলিশ।

আটক সৈয়দুল আমিন(২৪) উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১৮ ব্লক-এল/১৮ এর মৃত ইউসুফ আলীর ছেলে।বিষয়টি নিশ্চিত করেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক ও পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি।

পুলিশ সুপার বলেন, সোমবার (১১ নভেম্বর)রাত ১০ টার দিকে গোপন সংবাদে খবর আসে রোহিঙ্গা ক্যাম্প -১৮ এর এম/১৭ ব্লকে আরসার একদল সন্ত্রাসীরা অবস্থান করতেছেন, এমন সংবাদ পেয়ে উক্ত ব্লকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আরসার সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আরসার শীর্ষ সন্ত্রাসী সৈয়দুল আমিনকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় শর্ট গান,৪ রাউন্ড গুলিভর্তি একটি ব্যাগ ও প্যান্টের পকেটে থাকা ২ টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়। পুলিশ সুপার আরও বলেন, আটক সৈয়দুল আমিনের বিরুদ্ধে ৭টি হত্যা মামলাসহ ২টি পুলিশ এসোল্ট মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত
পরবর্তী নিবন্ধটিসিজেএ বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন