রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহকালে আটক তিন

চকরিয়ায় ৩টি এক নলা ও ১টি দুই নলা বন্দুক উদ্ধার

চকরিয়া ও কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ৭ এপ্রিল, ২০২৩ at ১১:১২ পূর্বাহ্ণ

রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় একটি সন্ত্রাসী গোষ্ঠীর কাছে অস্ত্র সরবরাহকালে চকরিয়ায় অভিযান চালিয়ে তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে তিনটি একনলা বন্দুক, একটি দু’নলা বন্দুক এবং অস্ত্র বিক্রয়ের নগদ ১ লাখ ৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। আটকরা হলেনমোক্তার আহমদ (৫২), আব্দুর রহিম (৪০), মো. এনামুল হক (৩৮)। তারা মহেশখালী ও চকরিয়ার বাসিন্দা।

 

গতকাল বৃহস্পতিবার সকালে এ অভিযান চালানো হয়েছে বলে জানান র‌্যাব১৫ এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন। বৃহস্পতিবার বিকেলে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে র‌্যাব১৫ এর অধিনায়ক সাইফুল ইসলাম জানান, কতিপয় অস্ত্র ব্যবসায়ী উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে একটি সন্ত্রাসী গ্রুপের কাছে

অস্ত্র সরবরাহের উদ্দেশ্যে মহেশখালী থেকে সিএনজি টেক্সি যোগে রওয়ানা দেয়এমন সংবাদের ভিত্তিতে চকরিয়ার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া লালব্রিজ এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সিএনজি চালকসহ তিন জনকে আটক

করা হয়। তাদের কাছ থেকে ৩টি একনলা বন্দুক, ১টি দু নলা বন্দুকসহ ৪টি আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র বিক্রয়ের নগদ ১ লাখ ৫ হাজার টাকা, একটি চেক বই, একটি এটিএম কার্ড ও একটি এনআইডি কার্ড উদ্ধার করা হয়।

র‌্যাব১৫ অধিনায়ক জানান, আটক আসামিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে মহেশখালী ও চকরিয়া থানা এলাকায় গোপনে অবৈধ অস্ত্রের ব্যবসা পরিচালনা করে আসছিল বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসী গ্রুপের সদস্যসহ বিভিন্ন দুষ্কৃতিকারীদের নিকটও নিয়মিত অস্ত্র বিক্রয় করে আসছে বলে তারা স্বীকার করে।

তিনি জানান, এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে আটক আসামিদের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা রুজু করা হয়েছে এবং উদ্ধারকৃত অস্ত্রসহ আসামিদের থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর সহায়তায় ফ্ল্যাট পাচ্ছেন চসিকের সেবকরা
পরবর্তী নিবন্ধরানা প্লাজার সোহেল রানার জামিন