রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার

উখিয়া প্রতিনিধি | সোমবার , ২৭ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৪৮ পূর্বাহ্ণ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, চার রাউন্ড গুলি ও এক হাজার ইয়াবা উদ্ধার করেছে ১৪-এপিবিএন পুলিশ। গত শনিবার দিবাগত রাত ২টার দিকে উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এফ ব্লকের ৬৪-নং শেডের একটি ঘরের চালার উপর থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয় বলে পুলিশ জানান। এপিবিএন সূত্রে জানা গেছে, কুতুপালং ক্যাম্প পুলিশ ও টেকনাফ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে কাপড়ে মোড়ানো একটি দেশীয় তৈরী ওয়ান শুটার গান, যার ভিতরে এক রাউন্ড এবং বাহিরে তিন রাউন্ড গুলি ও এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত অস্ত্র, গুলি এবং মাদকদ্রব্যের সাথে সংশ্লিষ্ঠ অপরাধীদের সন্ধান ও সনাক্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ১৪ এপিবিএনের অধিনায়ক মো. নাইমুল হক।

পূর্ববর্তী নিবন্ধদুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
পরবর্তী নিবন্ধরাউজানে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু