জাপান জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-কে ৩৪ লাখ মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে, যা বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী ও দুর্বল হোস্ট সমপ্রদায়ের জন্য জীবনরক্ষাকারী সহায়তা প্রদান করবে। জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনইচির বরাদ্দ ঘোষণা করে বলেন, জাপান বাংলাদেশ ও আন্তর্জাতিক সমপ্রদায়ের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে, যাতে রোহিঙ্গাদের মৌলিক চাহিদা পূরণ হয় এবং হোস্ট সমপ্রদায়ের সবচেয়ে দুর্বল সদস্যরা, বিশেষত নারী ও শিশুদের সহায়তা নিশ্চিত করা যায়।
তিনি শিবিরে আন্তর্জাতিক তহবিলের হ্রাসের কারণে মানবিক চাহিদার বাড়তে থাকা বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। খবর বাসসের।
রাষ্ট্রদূত আরও বলেন, জাপান ডব্লিউএফপি এবং সব অংশীদারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে মানবিক সংকট আরো গভীর না হয় এবং রোহিঙ্গারা মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে মায়ানমারে ফিরে যেতে পারে। এই বরাদ্দের মাধ্যমে ডব্লিউএফপি প্রতি মাসে ১ লাখেরও বেশি রোহিঙ্গা এবং ২ হাজার দুর্বল বাংলাদেশিকে খাদ্য ও পুষ্টি সহায়তা প্রদান করবে। পরিবারগুলো নির্দিষ্ট শিবির আউটলেটে চাল, ডাল ও তাজা সবজি কেনার জন্য ই–ভাউচার পাবেন।