রোহিঙ্গাদের হাতে বৈধ সিম কার্ড দিচ্ছে সরকার

| মঙ্গলবার , ১১ নভেম্বর, ২০২৫ at ৪:৫২ পূর্বাহ্ণ

রোহিঙ্গা আশ্রয়শিবিরে এবার প্রথমবারের মত বৈধ সিম কার্ড বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। গতকাল সোমবার কক্সবাজারের উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে সিম কার্ড বিতরণ শুরু করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান। এ সময় তিনি ইউনাইটেড কাউন্সিল অব রোহাংইউসিআর এর নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যদের হাতে প্রথম বৈধ টেলিটক সিম কার্ড তুলে দেন। খবর বিডিনিউজের।

শরণার্থী কমিশনার মিজানুর রহমান মনে করেন, ‘এটি আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ এবং অবৈধ সিম ব্যবহার করে পরিচালিত অনৈতিক কর্মকাণ্ড বন্ধের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রোহিঙ্গাদের ব্যবহৃত সব অবৈধ সিম কার্ড সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। কেবল বৈধ সিম কার্ড ব্যবহারের অনুমতি দেওয়া হবে।’

শরণার্থী কমিশনার কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রথম পর্যায়ে রোহিঙ্গা শিবিরগুলিতে ১০ হাজার সিম কার্ড বিতরণ করা হবে। পরবর্তী ধাপে এই সংখ্যা আরও বাড়ানো হবে, যাতে শিবিরের নির্দিষ্ট নিবন্ধিত ব্যক্তিরা ধীরে ধীরে বৈধ সিম ব্যবহারে অভ্যস্ত হয়ে ওঠেন।

পূর্ববর্তী নিবন্ধসুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন জিহাদ ঘোষণা করেছে : ইসি আনোয়ারুল
পরবর্তী নিবন্ধ৭৮৬