রোহিঙ্গাদের মিয়ানমার ফেরত পাঠানোই আমাদের মূল লক্ষ্য

কুতুপালং ক্যাম্পে স্বরাষ্ট্রমন্ত্রী

উখিয়া প্রতিনিধি | বুধবার , ২০ জানুয়ারি, ২০২১ at ১০:৪৭ পূর্বাহ্ণ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ চরম বিপদের মুহূর্তে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে। রোহিঙ্গাদের আশ্রয়ে অনেক সময় অতিবাহিত হয়েছে। দিন দিন সমস্যা বাড়ছে। রোহিঙ্গাদের সসম্মানে মিয়ানমার ফেরত পাঠানোই আমাদের প্রধান লক্ষ্য। গতকাল মঙ্গলবার বিকেলে উখিয়ার কুতুপালং ক্যাম্পে সরকারি কর্মকর্তা ও রোহিঙ্গা নেতাদের সঙ্গে এক বৈঠকে উপরোক্ত কথা বলেন তিনি। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে মন্ত্রী হেলিকপ্টারযোগে ঢাকা থেকে ভাসানচর হয়ে উখিয়ার রোহিঙ্গা শিবিরে পরিদর্শনে আসেন। সঙ্গে ছিলেন পুলিশের মহাপরিদর্শক, স্বরাষ্ট্রসচিবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।
বিকেল ৫টায় কুতুপালং ক্যাম্প-৪ (বর্ধিত) এর ইনচার্জের কার্যালয়ে অর্ধশতাধিক রোহিঙ্গা মাঝির সঙ্গে আশ্রয়শিবিরের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তা, জেলা প্রশাসন ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারাও বৈঠকে যোগ দেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠানে সাংবাদিকদের ঢুকতে দেয়নি ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড ব্যাটালিয়ন পুলিশ (এপিবিএন)। এ সময় সাংবাদিকদের নাজেহাল, লাটিচার্জ, ক্যামেরা ও মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগে উপস্থিত প্রিন্ট ও ইলেক্ট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা অনুষ্ঠান বর্জন করেন। এর সত্যতা নিশ্চিত করে কঙবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের বলেন, পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার পাশাপাশি সাংবাদিকদের শারীরিকভাবেও নির্যাতন চালায় এপিবিএন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি।
জানা যায়, বৈঠকে রোহিঙ্গাদের মিয়ানমার ফেরত পাঠানোর পাশাপাশি ভাসানচরে স্থানান্তর বিষয়টিও গুরুত্ব পায়। রোহিঙ্গা নেতারা স্বেচ্ছায় কঙবাজার থেকে নোয়াখালীর ভাসানচরের আশ্রয়শিবিরে চলে যাওয়ার কারণও তুলে ধরছেন।

পূর্ববর্তী নিবন্ধঈদগাঁও থানা উদ্বোধন আজ
পরবর্তী নিবন্ধজামিনে গিয়ে লাপাত্তা ওরা