রোহিঙ্গাদের বিদ্যুৎ সংযোগ মেম্বারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া প্রতিনিধি | শুক্রবার , ৪ জুন, ২০২১ at ৬:১২ পূর্বাহ্ণ

উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গাদের অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেয়ার অপরাধে স্থানীয় হেলাল মেম্বারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অভিযুক্ত ইমাম উদ্দিন নামে এক ইলেকট্রিশিয়ানকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির উখিয়া জোনাল অফিসের ডিজিএম গতকাল বৃহস্পতিবার উখিয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলায় কুতুপালং এলাকার মৃত বখতিয়ার আহমদের ছেলে রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার হেলাল উদ্দিন, একই এলাকার ইমাম উদ্দিন, জাহাঙ্গীর আলম, জসিমসহ ৭ জনকে আসামি করা হয়েছে।
উখিয়া পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম গোলাম সারোয়ার মোর্শেদ মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। অভিযুক্ত রাজাপালং ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিন জানান, আমি দীর্ঘদিন ধরে কুতুপালং লম্বাশিয়া বাজারে খাস কালেকশনের টাকা আদায় করে আসছি। সে সুবাধে কয়েকটি দোকানে বৈধ মিটার থেকে বিদ্যুৎ সংযোগ থাকতে পারে। পূর্বে কোন নোটিশ ছাড়া পল্লী বিদ্যুৎ মামলা করেছে বলে জেনেছি। উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় অপহৃত চালককে উদ্ধার
পরবর্তী নিবন্ধবৈদ্যুতিক তার চুরি রেলের ৩ কর্মচারী কারাগারে