রোহিঙ্গাদের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের কম্বল প্রেরণ

| বৃহস্পতিবার , ৭ জানুয়ারি, ২০২১ at ১০:৪০ পূর্বাহ্ণ

আঞ্জুমান মুফিদুল ইসলামের সেবামূলক কাজের মধ্যে একটি হচ্ছে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ। কেন্দ্রীয় আঞ্জুমান মুফিদুল ইসলাম থেকে প্রাপ্ত তিন হাজার কম্বল আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রামের সভাপতি ও সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের হাতে গতকাল বুধবার চট্টগ্রাম থেকে কক্সবাজারে শীতার্ত রোহিঙ্গাদের মাঝে কম্বল বিতরণের জন্য প্রেরণ করেন।
সভাপতি কম্বল প্রাপ্তিতে কেন্দ্রীয় আঞ্জুমান মুফিদুল ইসলাম কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং শীতার্তদের মাঝে আরো বেশি করে শীতবস্ত্র দানের জন্য বিত্তবানদের অনুরোধ জানান। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিনিয়র সহ সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, উপ পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর, সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী, নির্বাহী সদস্য ফজলে এলাহী টিপু, সহকারী পরিচালক মো. সেলিম নাসের। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজেলা প্রশাসনের বিভিন্ন শাখা পরিদর্শনে নবনিযুক্ত ডিসি
পরবর্তী নিবন্ধকক্সবাজারের নতুন জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ