রোসাঙ্গিরী জয় রাম সংঘের মহোৎসব

| মঙ্গলবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৩৪ পূর্বাহ্ণ

রোসাঙ্গিরী জয় রাম সংঘের উদ্যোগে রাম চন্দ্র দেবের ১৬২ তম আবির্ভাব তিথি উপলক্ষ্যে ৪৪ তম বার্ষিক সর্বজনীন দ্বাদশ প্রহর ব্যাপী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন মহোৎসব, গীতা পাঠ, ভাগবত পাঠ ও সংঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-খাদিজাতুল আনোয়ার সনি এমপি। বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান শফিউল আলম, শিক্ষক মিলন কান্তি নাথ, ফটিকছড়ি উপজেলা বাগীশিক সভাপতি সুমন বণিক, মিতালী সংঘের সভাপতি সমীর দে, ফটিকছড়ি উপজেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি আশীষ চক্রবর্তী। স্বাগত বক্তব্য দেন, জয় রাম সংঘের সভাপতি অসীম চৌধুরী, কার্যকরী সভাপতি প্রভাস দে, সাধারণ সম্পাদক বাসু চৌধুরী, সি. সভাপতি রনজিৎ চৌধুরী। ভাগবত পাঠ করেন বৈষ্ণব প্রণব বসাক, গীতা পাঠ করেন ইমন দেব, বেদ বাণী পাঠ করেন শেখর সরকার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅসহায় মানুষের পাশে আমাদের সকলের দাঁড়ানো উচিত
পরবর্তী নিবন্ধনতুন প্রজন্মকে সুস্থধারার রাজনীতি করতে হবে