রোলস রয়েস গাড়ি পাবেন সৌদি ফুটবলাররা

| রবিবার , ২৭ নভেম্বর, ২০২২ at ৯:০১ পূর্বাহ্ণ

আর্জেন্টিনার বিপক্ষে ইতিহাসগড়া জয় উদযাপন করতে দলের প্রত্যেককে রোলস রয়েস গাড়ি উপহার দেওয়া হবে। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ জাতীয় দলের প্রতিটি খেলোয়াড়কে রোলস-রয়েস ফ্যান্টম দিয়ে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন। কাতার থেকে সৌদিতে ফিরলেই দলের প্রতিটি ফুটবলারকে একটি করে রোলস রয়েস ফ্যান্টম উপহার দেবেন তিনি।

বাংলাদেশী মুদ্রায় এই গাড়ীর দাম ১৭ কোটি থেকে ২০ কোটি টাকা পর্যন্ত হতে পারে। প্রসঙ্গত, এই বছরই শুরুর দিকেই প্রকাশ্যে এসেছিল রোলস রয়েস ফ্যান্টম ২ সিরিজ।

বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার বিরুদ্ধে সৌদির জয়ে আত্মহারা সেই দেশের সাধারণ জনগণ। এই খেলা নিজের প্রাসাদ থেকে উপভোগ করেছেন সেদেশের যুবরাজ মহম্মদ বিন সালমান। এই আবহে অঘটন ঘটানো ‘আরব ফ্যালকন’দের সম্মানে বুধবার জাতীয় ছুটিও ঘোষণা করেছিলেন রাজা সালমান বিন আবদুল আজিজ। আর এবার সৌদিদের নাম উজ্জ্বল করায় বিলাসবহুল গাড়ী দেওয়া হবে দলের ফুটবলারদের। সৌদির জয়ের পর থেকেই উল্লাস শুরু হয়ে গিয়েছে সে দেশে। রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন অনেকে।

পূর্ববর্তী নিবন্ধরোনালদোকে ‘জিনিয়াস’ বলল ফিফা
পরবর্তী নিবন্ধছেলেকেই গোল উৎসর্গ করলেন মিচেল ডিউক