রোলএবল স্মার্টফোন

| বুধবার , ১৩ জানুয়ারি, ২০২১ at ৯:০৭ পূর্বাহ্ণ

সিইএস ২০২১-এর সংবাদ সম্মেলনে নতুন রোলএবল স্মার্টফোন দেখিয়েছে এলজি। সংশ্লিষ্ট সূত্ররা বলছেন, এ বছরের শেষ নাগাদ ফোনটি বাজারে আনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। করোনাভাইরাস মহামারী বাস্তবতায় এবার অনলাইনেই হচ্ছে কনজিউমার ইলেকট্রনিঙ শো (সিইএস) ২০২১। খবর বিডিনিউজের।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো রোলএবল স্মার্টফোন দেখালো এলজি। ফোনটির পর্দাটি উপরের দিকে উঠানো যায়, এবং উঠানোর পর ট্যাবলেটের মতো পর্দা আকৃতি দেখা যায়। স্মার্টফোনটির নিচের অংশ পর্দাটিকে গুটিয়ে রাখে, আর ব্যবহারকারী চাইলে তা মেলে ধরে। পুরো ব্যাপারটিই অনেকটা এলজি’র রোলএবল টেলিভিশনের মতো কাজ করে, শুধু আকারে ছোট। সংবাদ সম্মেলনের শেষে অল্প সময়ের জন্য এলজি রোলএবল ডিভাইসটির ভিডিও দেখেছে বিশ্ববাসী। প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে উল্লেখ করেছে, মঞ্চে থাকা নির্বাহীরা আনুষ্ঠানিকভাবে রোলএবল ডিভাইস নিয়ে কোনো তথ্য জানাননি। এমনকি ডিভাইসের নামও বলেননি।
বাজারে আসার পর এলজি’র ডিভাইসটিই হবে এ ধরনের প্রথম স্মার্টফোন। একই ধরনের গতানুগতিক স্মার্টফোন নকশা থেকে বের হয়ে আসতে চেষ্টা করছে ফোন নির্মাতারা। এরই ফলাফল হিসেবে বিশ্ব দেখেছে ফোল্ডএবল নকশার ফোন। সামনেই হয়তো নতুন করে চোখে পড়বে রোলএবল পর্দাযুক্ত ডিভাইস।

পূর্ববর্তী নিবন্ধসন্তানের ইন্টারনেট ব্যবহার নিয়ন্ত্রণে ৭ উপায়
পরবর্তী নিবন্ধ২৩ মাসে সর্বোচ্চ স্থানে ডিএসইএক্স সূচক