রোমানিয়ায় যাওয়া হলো না রিদোয়ানের

আজাদী প্রতিবেদন | শনিবার , ৩০ জুলাই, ২০২২ at ৫:৩৮ পূর্বাহ্ণ

আর এন্ড জে কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা রিদোয়ান চৌধুরী। কোচিংয়ের সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে ঘুরতে গিয়েছিলেন মীরসরাইয়ের খৈয়াছড়া ঝরনাতে। ফেরার পথে ট্রেনের ধাক্কায় চলে গেলেন না ফেরার দেশে। নিহত রিদোয়ান চট্টগ্রাম কলেজে দর্শন বিষয়ে বিএ অনার্স করছিলেন। বড় ভাই শাহেদুল আলম চৌধুরীর নগরীর একটি শপিংমলে বোরখার দোকান রয়েছে। দুই ভাই মিলে ভালোভাবেই চালাচ্ছিলেন সংসার। কিন’ হঠাৎ কালবৈশাখীর মতো এক ঝড় এসে তছনছ করে দিয়েছে কৃষক পিতা শামসুল আলম চৌধুরী সাজানো পরিবার।
গতকাল সন্ধ্যায় নিহত রিদোয়ানের বাড়িতে গিয়ে দেখা যায়, ছেলের শোকে যেন পাথর হয়ে গেছেন বাবা। ছেলের মৃত্যুর খবর শোনার পর থেকে কারো সাথে কোনো কথা বলছেন না। আনমনে একদিকে তাকিয়ে আছেন, আর কিছুক্ষণ পর পর বিড়বিড় করে কিছু একটা বলছেন ও মাথা নাড়ছেন। ঘরের ভিতর থেকে ভেসে আসছে কান্নার রোল।
জানতে চাইলে নিহত রিদোয়ানের চাচাতো ভাই মো. আরিফ উদ্দিন চৌধুরী ফাাহিম বলেন, রিদোয়ান পড়ালেখায় অসম্ভব মেধাবী ছিল। এ বছর তারা দুই বন্ধু মিলে যুগীরহাটে আর এন্ড জে নামের একটি কোচিং সেন্টার গড়ে তোলে। অল্প সময়ের মধ্যে কোচিংটি ভালোভাবেই জমে উঠে। কোচিংয়ের শিক্ষক শিক্ষার্থীরা মিলে মীরসরাইয়ে ঘুরতে যাওয়াটাই যেন কাল হলো। রিদোয়ান এলাকাতে খুব ভালো সুনাম ছিল। আমি যতটুকু জানি সে ইউরোপের দেশ রোমানিয়া যাওয়ারও প্রস’তি নিচ্ছিলেন। কিন’ নিয়তি আজ তাকে অন্ধকার কবরে পাঠিয়ে দিল।

পূর্ববর্তী নিবন্ধরেলওয়ের দুই তদন্ত কমিটি
পরবর্তী নিবন্ধরেলের লেভেল ক্রসিংয়ে কেন এত প্রাণহানি