ইউরোপীয় ইউনিয়নের সমর্থক বুখারেস্টের উদারপন্থি মেয়র নিকুসোর ডান রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের রান–অফ ভোটে প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী জর্জ সিমিওনকে ভালো ব্যবধানে হারিয়েছেন। খবর বিডিনিউজের।
এ মাসের শুরুতে প্রথম দফার ভোটে সিমিওনই প্রথম হয়েছিলেন, তিনি দেশটির প্রেসিডেন্ট হলে তা ইউরোপের জাতীয়তাবাদীদের জন্য বড় জয় বলে বিবেচিত হতো। এবারের রান–অফেও প্রবাসী ভোটারদের ব্যাপক সমর্থন পেয়েছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত ডানের সঙ্গে পেরে ওঠেননি। আপনি যাকেই ভোট দেন না কেন, আমাদের এখন একসঙ্গে রোমানিয়াকে গড়ে তোলা দরকার, জয় নিশ্চিত হওয়ার পর ডান এমনটাই বলেছেন বলে জানিয়েছে বিবিসি। রোববারের রান–অফে রোমানিয়ার প্রায় ১ কোটি ১৬ লাখ নাগরিক ভোট দিয়েছে, তাদের মধ্যে ৬০ লাখেরও বেশি ভোটারের সমর্থন গেছে বুখারেস্টের উদারপন্থি মেয়রের বাক্সে। নির্বাচনী প্রচারে ডান দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং ইউক্রেনকে সমর্থন দেওয়া অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডের সমর্থক সিমিওনে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) আক্রমণ করেছিলেন, বলেছিলেন জিতলে কিইভে সহায়তা কমাবেন।