রাজশাহীতে রোমাঞ্চকর শেষের অপেক্ষা করছে স্বাগতিক রাজশাহী এবং চট্টগ্রাম। দ্বিতীয় ইনিংসে চট্টগ্রামকে অল্প রানে থামিয়ে লক্ষ্যটা তিনশর নিচে রাখলেন বোলাররা। কিন্তু প্রথম ইনিংসের মতো এবারও ব্যর্থ রাজশাহীর অধিকাংশ ব্যাটসম্যান। তবে, জুনায়েদ সিদ্দিকের অপরাজিত ফিফটিতে লড়াইয়ে আছে তারা। জাতীয় লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে ২৮৩ রানের লক্ষ্য তাড়ায় রাজশাহী তৃতীয় দিন শেষ করেছে ৫ উইকেটে ১৪৭ রানে। শেষ দিনে তাদের প্রয়োজন ১৩৬ রান। চট্টগ্রামের প্রয়োজন ৫ উইকেট। ৫১ রানে অপরাজিত আছেন জুনায়েদ। চট্টগ্রাম এ দিন দ্বিতীয় ইনিংসে অল আউট হয় ১৪৭ রানে। প্রথম ইনিংসে ১৩৫ রানে এগিয়ে ছিল তারা। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বুধবার ৫ উইকেটে ৪৩ রান নিয়ে দিন শুরু করা চট্টগ্রাম যোগ করে আরও ১০৪ রান। আগের দিন ২৬ রানে অপরাজিত মাহমুদুল হাসান জয় স্টাম্পড হন ৩৯ রান করে। ৬০ রানে ৬ উইকেট হারানো দলটির হাল ধরেন শাহাদাত হোসেন ও ইরফান শুক্কুর। দুজন গড়েন ৫৭ রানের জুটি। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান শাহাদাত এবার ৭১ বলে করেন ১৯। তাকে ফিরিয়ে জুটি ভাঙা তৌহিদ হৃদয় পরে টানা দুই বলে তুলে নেন ইফরান হোসেন ও হাসান মুরাদের উইকেট। পরের ওভারে শুক্কুরকে থামিয়ে ইনিংসের ইতি টানেন তাইজুল ইসলাম। হৃদয়ের হাতে ক্যাচ দেওয়া শুক্কুর ৮০ বলে ১২টি চারে করেন সর্বোচ্চ ৬৫ রান। চট্টগ্রাম শেষ ৩ উইকেট হারায় ৪ রানে। তাইজুল, হৃদয় ও ফরহাদ রেজা নেন ৩টি করে উইকেট। রান তাড়ায় রাজশাহী ঝড়ো সূচনা পায় তানজিদ হাসান ও জহুরুল ইসলামের ব্যাটে। তানজিদকে কট বিহাইন্ড করে ৩০ বলে ৩৮ রানের জুটি ভাঙেন ইফরান। ১৯ বলে ৬টি চারে তানজিদ করেন ২৮ রান। জহুরুলও এরপর বেশিক্ষণ টেকেননি। মেহেদি হাসান রানের বলে ক্যাচ দেন বদলি ফিল্ডার সাদিকুর রহমানের হাতে, ৩৩ বলে করেন ২৩। থিতু হয়ে ইনিংস বড় করতে পারেননি ফরহাদ হোসেন। ইয়াসির আলি চৌধুরির বলে স্টাম্পড হন তিনি (৫৩ বলে ৪)।
এরপর দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন জুনায়েদ। হৃদয়ের সঙ্গে কেবল জমতে শুরু করেছিল তার জুটি, তখনই হৃদয় বিদায় নেন ইফরানের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে, ৩৫ বলে করেন ২৩। টিকতে পারেননি সাব্বির রহমানও। তিনি ১৩ বলে করেন শূন্য। হাসান মুরাদের বলে প্রথম স্লিপে ইয়াসিরের হাতে ক্যাচ দেন তিনি। ফরহাদ রেজাকে সঙ্গে নিয়ে দলকে টানছেন জুনায়েদ। দিনের শেষ দিকে তিনি ফিফটি পূর্ণ করেন ১১৩ বলে। ৭৩ বলে ২৮ রানের জুটিতে অবিচ্ছিন্ন আছেন দুজন। রেজা ব্যাট করছেন ১৪ রানে।