রোমাঞ্চকর ম্যাচে জার্মানির জয়

| সোমবার , ২১ জুন, ২০২১ at ১০:৪০ পূর্বাহ্ণ

পিছিয়ে থেকে এক পর্যায়ে ঠিকই লাগামটা নিজেদের হাতে তুলে নেয় জার্মানি। রোমাঞ্চকর ম্যাচটিতে জার্মানি ৪-২ গোলে পর্তুগালকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে প্রথম জয়ের স্বাদ পেয়েছে। বিজয়ী দলের চারটি গোলের দুটি এসেছে পর্তুগালের খেলোয়াড়দের সৌজন্যে অর্থাৎ আত্মঘাতী থেকে। নিজেদের মাঠে জার্মানী প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল। ১৫ মিনিটে মধ্যমাঠ থেকে দৌড়ে এসে রোনালদো ফাঁকায় বা পায়ের টোকায় লক্ষ্যভেদ করেন। ৩৫ ও ৩৯ মিনিটে দুটি গোল করে জার্মানী। অবশ্য দুটি গোল এসেছে আত্মঘাতী থেকে। ৩৫ মিনিটে গোসেন্সের সাইড ভলি থেকে ডিফেন্ডার রুবেন দিয়াস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন। চার মিনিট পর আবারও আত্মঘাতী গোল। নিজেদের জালেই বল ঠেলে দেন রাফায়েল গুরেইরো। ৫১ মিনিটে জার্মানি ৩-১ এগিয়ে যায়। গোসেন্সের ক্রস থেকে হার্ভাটজ প্লেসিং করে দেন। ৯ মিনিট পর জার্মানি স্কোরলাইন ৪-১ করে। ৬৭ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় পর্তুগাল। শেষ পর্যন্ত ৪-২ স্কোরলাইন রেখে প্রথম জয় নিশ্চিত করে জার্মানি।

পূর্ববর্তী নিবন্ধকারাতেকে পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি
পরবর্তী নিবন্ধকর্ণফুলী-বাঁশখালী, আনোয়ারা-বোয়ালখালীর জয়