অ্যাশেজ সিরিজে প্রথম টেস্টের মতো দ্বিতীয়টিতেও হলো রোমাঞ্চকর লড়াই। শেষ পর্যন্ত ওই লড়াইয়ে জয়ী দলের নাম অস্ট্রেলিয়া। এজবাস্টনের পর লর্ডস টেস্টও জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২–০তে লিড নিয়েছে অসিরা। লর্ডসে তাদের জয় ৪৩ রানের। বিফলে গেছে দ্বিতীয় ইনিংসে ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের বীরত্ব। ১৫৫ রানের চোখ ধাঁধানো এক ইনিংস খেলেও মাথা নিচু করে মাঠ ছাড়তে হয়েছে তাকে। সপ্তম উইকেটে স্টুয়ার্ট ব্রডকে নিয়ে ১০৩ রানের জুটিতে ম্যাচটা প্রায় ইংল্যান্ডের হাতে নিয়ে আসেন তিনি। হ্যাজেলউড তাকে উইকেটরক্ষকের ক্যাচ বানানোর পরই আবার ম্যাচ ঘুরে যায় অস্ট্রেলিয়ার দিকে। লোয়ার অর্ডাররা লড়াই আর বেশিদূর টানতে পারেননি। ৩২৭ রানে দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ইংল্যান্ড।










