চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে দু’দিনব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
গত ১৯-২০ জানুয়ারি আয়োজিত এ অনুষ্ঠানের সমাপনী দিনে মহা তাঁবুজলসা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ ও চট্টগ্রাম জেলা রোভারের সাবেক কমিশনার মোহাম্মদ জসীম উদ্দীন সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক শামীম আক্তার চৌধুরী।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী (এলটি)।
প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের সাবেক পরিচালক ও জেলা রোভারের সাবেক কোষাধ্যক্ষ মো. রুহুল আমিন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রোভারের এডহক কমিটির সদস্য এস. এম. আফজর রহমান (এলটি)। স্বাগত বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ সমীর রঞ্জন নাথ।
অনুষ্ঠানে আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো. আবু তৈয়ব, অধ্যক্ষ কাজী মোহাম্মদ সোলায়মান, অধ্যক্ষ মো. মাহফুজুর রহমান, মোহাম্মদ এনাম, এস. এম. হাবিব উল্লাহ হিরু, মোহাম্মদ খালেদুর রহমান, নাজনীন সুলতানা, বিইউএম এমরান বাহাদুর, মো. জমির উদ্দীন এবং এইচ. এম. আবু ওবাইদা।
প্রধান অতিথি তার বক্তব্যে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে রোভার স্কাউটদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং নবদীক্ষাপ্রাপ্ত রোভারদের সমাজ পরিবর্তনে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, দুই দিনের তাঁবুবাস শেষে ২০ জন রোভার এবং গার্ল ইন রোভার দীক্ষা গ্রহণ করেন।