রোববার থেকে খুলছে দোকান ও শপিংমল

আজাদী অনলাইন | শুক্রবার , ২৩ এপ্রিল, ২০২১ at ২:০৩ অপরাহ্ণ

করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেই আগামী রোববার থেকে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল খোলা রাখার অনুমিতি দিয়েছে সরকার। ফলে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দোকান ও শপিং মল খোলা থাকবে। আজ শুক্রবার দোকান খোলা রাখার বিষয়ে এই নির্দেশনা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাপক সংখ্যক মানুষের জীবন-জীবিকার বিষয় বিবেচনা করে এই নির্দেশনা জারি করা হলো। প্রজ্ঞাপনে আরও বলা হয়, স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে সংশ্লিষ্ট বাজার/সংস্থার ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেছিলেন, করোনার কারণে চলমান বিধিনিষেধের মধ্যে দোকানপাট ও বিপণিবিতান খুলবে কি না, এ বিষয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন ব্যবসায়ীরা।

গত ১৮ এপ্রিল রাজধানীর নিউমার্কেট ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা ২২ এপ্রিল থেকে দোকানপাট ও বিপণিবিতান খুলে দেয়ার দাবি জানিয়েছিলেন।

করোনা রোধে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। এর মধ্যেই দোকান খোলার অনুমতি দিল সরকার।

পূর্ববর্তী নিবন্ধমুছাপুর ৫নং ওয়ার্ড প্রবাসী কল্যাণ সমিতির ইফতার সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধকরোনার কাছে হেরে গেলেন কমান্ডার শাহাবউদ্দিন