আগামী রোববার বৃহত্তর চট্টগ্রামে আহ্বান করা গণ ও পণ্য পরিবহন ধর্মঘট আপাতত স্থগিত করেছে পরিবহন মালিক–শ্রমিক সংগঠনসমূহ। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর কদমতলীস্থ আন্তঃজেলা বাস মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে ‘বৃহত্তর চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহন মালিক ফেডারেশন’ এ সিদ্ধান্ত নেয়। বৈঠক শেষে সংগঠনের নেতারা জানান, কেন্দ্রীয় পর্যায়ে সরকারের সঙ্গে আলোচনার জন্য আগামী রোববার পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের ঢাকায় ডাকা হয়েছে। ওই বৈঠকে দাবি–দাওয়ার বিষয়ে কোনো ইতিবাচক সিদ্ধান্ত এলে কর্মসূচি স্থগিত থাকবে। অন্যথায় ফের ধর্মঘটের ঘোষণা আসতে পারে। তারা বলেন, কেন্দ্রীয় বৈঠকে কী সিদ্ধান্ত আসে, সেটির উপর আমাদের পরবর্তী কর্মসূচি নির্ভর করবে। আপাতত বৃহত্তর চট্টগ্রামে ২০ জুলাইয়ের ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।