রোবটিক্স ওয়ার্কশপ, গেমিং ও প্রোগ্রামিংসহ নানা আয়োজন

চবিতে প্রথমবারের মতো আইটি ফিয়েস্তা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৮ নভেম্বর, ২০২৪ at ৮:২০ পূর্বাহ্ণ

বর্তমান বিশ্বে তথ্য প্রযুক্তি আমাদের জীবনে আমূল পরিবর্তন এনে দিয়েছে। এতে করে তথ্য প্রযুক্তির ওপর নির্ভরতা ব্যাপক হারে বেড়েছে। তাই তথ্য প্রযুক্তি সম্পর্কে যথাযথ জ্ঞান থাকা এখন আবশ্যিক হয়ে পড়েছে। সেই আলোকে তথ্য প্রযুক্তি সম্পর্কে অবহিত করার লক্ষ্যে চিটাগং ইউনিভার্সিটি সায়েন্টিফিক সোসাইটি (সিইউএসএস) প্রথমবারের মতো আয়োজন করেছে দিনব্যাপী ‘আইটি ফিয়েস্তা২৪’ শীর্ষক মেগা ইভেন্ট।

গতকাল রোববার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স অডিটরিয়ামে এটি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই আয়োজনে ছিল রোবটিক্স বিষয়ে ওয়ার্কশপ, ফ্রিল্যান্সিং বিষয়ক ওয়ার্কশপ, প্রজেক্ট শোকেসিং, অ্যাপ অ্যান্ড ওয়েব ডিজাইন, ইন্সট্যান্ট পোস্টার ডিজাইন, টেক টক এবং টেক টক কুইজ। ইভেন্টের মূল আকর্ষণ ছিল প্রোগ্রামিং কনটেস্ট এবং গেমিং সেগমেন্ট। বিভিন্ন সেগমেন্টে অংশগ্রহণ করেছে স্বনামধন্য বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। এছাড়া গেমিং সেগমেন্টে ছিল আটটি টিম এবং প্রোগ্রামিং সেগমেন্টে অংশগ্রহণকারী দল ছিল প্রায় দেড়শটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর শামীম উদ্দিন খান, উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এবং প্রক্টর প্রফেসর ড. তানভীর হায়দার আরিফ। স্পিকার ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন ও প্রফেসর ড. মো. সানাউল্লাহ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিটাগং ইউনিভার্সিটি সায়েন্টিফিক সোসাইটির সভাপতি রওনাক রওশন ফিহা। পরিচালনা করেন সাধারণ সম্পাদক কে এম শিফাত শাহরিন স্বচ্ছ।

বক্তারা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি সংক্রান্ত জ্ঞানের স্পৃহা বাড়ানোর জন্য উৎসাহ দেন। ইভেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া সায়েন্টিফিক সোসাইটির লক্ষ্য ও উদ্দেশ্য শিক্ষার্থীদের মাঝে তুলে ধরা হয়।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাজ্যের মন্ত্রী ক্যাথরিন ওয়েস্টের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক
পরবর্তী নিবন্ধদুই পর্বেই বিশ্ব ইজতেমা জুবায়েরপন্থিরা আগে