বিশ্বের সর্বোচ্চ আয়কারী ফুটবলারের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। অপরদিকে, বার্সেলোনার তরুণ প্রতিভা লামিনে ইয়ামাল প্রথমবারের মতো এই মর্যাদাপূর্ণ তালিকায় জায়গা পেয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক অর্থনীতি বিষয়ক ম্যাগাজিন ফোর্বস তাদের ২০২৫–২৬ মৌসুমের সর্বোচ্চ আয়ের ১০ জন ফুটবলারের তালিকা প্রকাশ করেছে। তালিকায় দেখা গেছে, সৌদি প্রো লিগের আল নাসর ক্লাবের পর্তুগিজ তারকা রোনালদো আগামী এক বছরে কর ও এজেন্ট ফি বাদে আনুমানিক ২৮০ মিলিয়ন ডলার উপার্জন করবেন। এরমধ্যে ক্লাব থেকে বেতন ও বোনাস হিসেবে আসবে ২৩০ মিলিয়ন ডলার, আর বাকি ৫০ মিলিয়ন ডলার আসবে অফ–ফিল্ড আয়ে, যেমন স্পন্সরশিপ ও ব্র্যান্ড চুক্তি থেকে। ৪০ বছর বয়সী রোনালদো এ নিয়ে গত এক দশকে ষষ্ঠবারের মতো ফোর্বসের তালিকার শীর্ষে উঠলেন।