রোনালদোর গোলে পর্তুগালের জয়

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ১০ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:৪৬ পূর্বাহ্ণ

বদলি হিসেবে নেমেই ক্রিস্টিয়ানো রোনালদো এনে দিলেন জয়সূচক গোল আর তাতে পর্তুগালও তাই মাঠ ছাড়ল পূর্ণ পয়েন্ট পাওয়ার স্বস্তি নিয়ে। নেশনস লিগের ম্যাচে পিছিয়ে পড়েও স্কটল্যান্ডকে ২১ ব্যবধানে হারিয়েছে তারা। লিসবনের অনুষ্ঠিত ম্যাচের সপ্তম মিনিটেই স্কট ম্যাকটমিনের গোলে এগিয়ে যায় স্কটল্যান্ড। প্রথমার্ধ পর্যন্ত লিড ধরে রাখে সফরকারীরা। তবে বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় পর্তুগাল। রোনালদোও মাঠে নামেন বদলি হিসেবে। ৫৪ মিনিটে দারুণ এক শটে স্বাগতিকদের সমতায় ফেরান ব্রুনো ফের্নান্দেস। ৮৮ মিনিটে নুনো মেন্দেসের পাস থেকে জয়সূচক গোলটি করেন রোনালদো। পেশাদার ক্যারিয়ারে এটি তার ৯০১তম গোল। এবং আন্তর্জাতিক ফুটবলে ৪৮তম প্রতিপক্ষের বিপক্ষে গোলের খাতা খুলেন তিনি। এদিকে ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর প্রথম কোন ম্যাচে জয় নিশ্চিত করেছে স্পেন। জেনেভাতে নেশন্স লিগের ম্যাচে সুইজারল্যান্ডকে ৪১ গোলে উড়িয়ে দিয়েছে ইউরো বিজয়ীরা। ম্যাচ শুরুর চার মিনিটের মধ্যে লামিন ইয়ামালের ক্রসে হেডের সাহায্যে স্পেনের হয়ে প্রথম গোল করেন হোসেলু। ইয়ামালের পাসে নিকো উইলিয়ামসের শট রুখে দেন সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল। কিন্তু ফিরতি বলে ফাবিয়ান রুইজ ১৩ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন। সাত মিনিট পর বঙের বাইরে ব্রিল এম্বোলোকে ফাউলের অপরাধে ডিফেন্ডার রবিন লি নরমান্ড সরাসরি লাল কার্ড দেখে মাঠ ত্যাগে বাধ্য হলে ১০ জনের দলে পরিনত হয় স্পেন। ৪১ মিনিটে সুইসদের পক্ষে এক গোল পরিশোধ করেন জেকি আমদুনি। পিএসজি মিডফিল্ডার উইজ ৭৭ মিনিটে আবারো গোল করলে সুইজারল্যান্ডের স্বপ্ন ভঙ্গ হয়। তিন মিনিট পর বদলী খেলোয়াড় ফেরান তোরেস দলের হয়ে চতুর্থ গোলটি করেন। কোপেনহেগেনে সার্বিয়াকে ২০ গোলে পরাজিত করে লিগএ গ্রুপ৪’এ দুই ম্যাচে সম্ভাব্য ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ডেনমার্ক।

পূর্ববর্তী নিবন্ধভারত সফরেও ভাল করতে চায় বাংলাদেশ
পরবর্তী নিবন্ধইউএস ওপেনের শিরোপা জিতলেন ইতালির সিনার