রোনালদিনহো বাংলাদেশে আসছেন ১৮ অক্টোবর

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১৩ অক্টোবর, ২০২৩ at ৬:২৭ পূর্বাহ্ণ

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রোনালদিনহোর ভক্তের সংখ্যা নিতান্তই কম না। কিন্তু ফুটবল উন্মাদনায় মেতে থাকা এই দেশটিতে কখনো পা রাখা হয়নি বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান এই তারকার। তবে এবার ঢাকা সফরে আসছেন আরেক কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ অক্টোবর বাংলাদেশ সফরে আসবেন তিনি। ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের উদ্যোগে গত জুলাইয়ে আর্জেন্টিনার কাতার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমি মার্টিনেজ ঢাকায় এসেছিলেন। এবার রোনালদিনহোকেও বাংলাদেশে আনার পেছনে কাজ করছেন তিনি। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করে জানিয়ে দেয়া হয়েছে রোনালদিনহোর বাংলাদেশ সফরের খবর।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা
পরবর্তী নিবন্ধসাউদার্ন ভার্সিটি আন্তঃবিভাগ ক্রিকেট ফাইনালে কম্পিউটার ও সিভিল বিভাগ