রোড রানারস চট্টগ্রামের উদ্যোগে ১০ কিলোমিটার রান সম্পন্ন

| শনিবার , ১ নভেম্বর, ২০২৫ at ৮:৩৫ পূর্বাহ্ণ

রোড রানারস চট্টগ্রামের উদ্যোগে ১০ কিলোমিটার রান সম্পন্ন হয়েছে। পাঁচ শতাধিক রানার এর অংশগ্রহণে নগরীর আগ্রাবাদ থেকে রান শুরু হয়ে বড়পোল পর্যন্ত দু’বার যাওয়াআসার মাধ্যমে এ দৌড় সম্পন্ন হয়। জেনারেল, ফিমেইল, ভেটারেন ও শিশুএ চার ক্যাটাগরিতে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। প্রতি ক্যাটাগরিতে পাঁচজন করে পুরস্কার এবং প্রাইজমানি লাভ করেন। আর অংশগ্রহণকারী সবাইকে দেয়া হয় মেডেল। রেস এর অন্যতম সেরা আকর্ষণ ছিল মহিলা ক্যাটাগরিতে এশিয়ান উইমেন ইউনিভার্সিটির ২৫ জন আফগান ছাত্রী। প্রথম স্থান অধিকার করেন কম্পিউটার সাইয়েন্স এর ছাত্রী কোবরা। ২য় এবং ৩য় হয়েছেন অন্য দুই আফগানরোজিয়া ও ফাতিমা। পুরো আয়োজনে রেস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন মো. নজরুল ইসলাম ও রেস কোঅর্ডিনেটর তফাজ্জল হোসেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ১০ কিলোমিটার রান এর টাইটেল স্পন্সর বিএম এলপি গ্যাস, কো স্পন্সর পিএইচপি ফ্যামিলি, ফেরদৌস স্টিল ও এসএমসি’র উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধনারী বিশ্বকাপের ফাইনালে ভারত এবং দক্ষিণ আফ্রিকা
পরবর্তী নিবন্ধপ্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী