রোটার‌্যাক্ট ক্লাব অব চিটাগাং ইস্টের সভা

| শনিবার , ৩ জুন, ২০২৩ at ৫:৪০ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রোটার‌্যাক্ট ক্লাব অব চিটাগাং ইস্টের ২০২৩২৪ বর্ষের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। সমপ্রতি ক্লাবের অতীত সভাপতি (২০১৯২০) রোটার‌্যাক্টর সাদাফুল ইসলাম ও প্রতিষ্ঠাতা সভাপতি মেহনাজ কামরুল দম্পতির খুলশীস্থ বাসভবনে ক্লাবের ৭৯তম নিয়মিত সভায় রোটার‌্যাক্টর সাদাফুল ইসলামকে উপদেষ্টা করে নতুন বর্ষের কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়।

এতে রোটার‌্যাক্টর ফারসাদ সাওম সভাপতি, নিশাত তাসনিম সহসভাপতি, মোতাসিম ফুয়াদ সাধারণ সম্পাদক ও তাহমিদ ইসলাম যুগ্মসাধারণ সম্পাদক, মো. সাকিলুর রহমান সদ্যঅতীতসভাপতি, রিয়াদ হাসান কোষাধ্যক্ষ, তামজীদ ইসলাম বুলেটিন এডিটর এবং প্রতিষ্ঠাতা সভাপতি মেহনাজ কামরুল সার্জেন্টের দায়িত্ব পালন করবেন।

এছাড়া, বিভিন্ন সম্পাদক পদে তানভীর আহমেদ নিহাল, অনন্যা দাস, সামিন ইয়াসার নেহাল ও তামজিদ আলম সামিরকে নিয়ে মোট ১৩ জন সদস্যর এই কমিটি গঠন করা হয়েছে। চলতি বছরের ১ জুলাই হতে রোটারি নতুন বর্ষের সাথে এই কমিটি কার্যকর হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্মার্ট প্রজন্ম তৈরিতে শিক্ষকদের এগিয়ে আসতে হবে
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত