রোটারেক্ট ক্লাব অব চিটাগং ডাউনটাউনের সভা

| রবিবার , ১৬ জুলাই, ২০২৩ at ৬:১৪ পূর্বাহ্ণ

কাজির দেউরিস্থ চট্টগ্রাম রোটারি সেন্টারে রোটারেক্ট ক্লাব অব চিটাগং ডাউনটাউনের নতুন রোটাবর্ষের ১ম সভা ক্লাব প্রেসিডেন্ট রোটারেক্টর মুহাম্মদ নূর উদ্দিনের সভাপতিত্বে গত শুক্রবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রোটারিয়ান আফতাব আহমদ সিদ্দিকী। প্রধান বক্তা ছিলেন রোটারেক্ট ডিস্ট্রিক ডিআরআর শরীফুল ইসলাম অপু। বক্তব্য রাখেন রোটারিয়ান ফরহাদুল ইসলাম, পিডিআরআর মুহাম্মদ আব্দুল আহাদ, ইঞ্জিনিয়ার ওয়াহেদ মুরাদ, ইঞ্জিনিয়ার মুহাম্মদ সরওয়ার উদ্দিন চৌধুরী, মুহাম্মদ জাহেদুল ইসলাম সবুজ, মুহাম্মদ রাকিব উদ্দিন, মুহাম্মদ মহসিন, মুহাম্মদ জাবেদ, মুহাম্মদ ইদ্রিস, মুহাম্মদ তানভীর আহমেদ ফাহিম।

বক্তারা বলেন, রোটারিরোটারেক্ট প্লাটফর্ম হচ্ছে লিডারশিপ গড়ে তোলার অন্যতম কারখানা।

বক্তারা রোটারেক্ট ইন্টারন্যাশনালের নিয়মকানুন অনুযায়ী সকল কার্যক্রম পরিচালনা করে এই অঙ্গনের সুনাম ধরে রাখার জন্য রোটারেক্টদের প্রতি আহবান জানান।

এতে উপস্থিত ছিলেন মুহাম্মদ নাঈম উদ্দিন, মুহাম্মদ তুহিন, মুহাম্মদ আজাদুল ইসলাম, মুহাম্মদ আব্দুল বাতেন, মুহাম্মদ আরিফুল ইসলাম, মুহাম্মদ শমসের আলী তাজ, মুহাম্মদ ইফতেখার হোসাইন, মুহাম্মদ জুনাইদ দিহান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপ থেকে আগামী নির্বাচনেও প্রধানমন্ত্রীকে নৌকা উপহার দেয়া হবে : এমপি মিতা
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ৪০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার