রোটারী বেতাগী উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৭ এপ্রিল, ২০২৩ at ১০:৩২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া রোটারী বেতাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭৬ সালে এসএসসি পাশ করেছিলেন চবি কলা ও মানববিদ্যা অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মোহাম্মদ সেকান্দর চৌধুরী। এরপর দীর্ঘ ৪৭ বছর পেরিয়ে গেলেও স্কুলজীবনের স্মৃতি আজও অমলিন তাঁর চোখে। সেই স্মৃতির টানে ফিরে এলেন ঈদ উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে। উপজেলার বেতাগী ইউনিয়নের রোটারী বেতাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠান গত ২৩ এপ্রিল ঘিরে এমন দৃশ্য দেখা গেছে। পুরো ক্যাম্পাস সেজেছিলো নানা বর্ণিল সাজে। পুনর্মিলনী উপলক্ষে এদিন সকাল সাড়ে ৯টায় বেতাগী চম্পাতলী বটমূল প্রাঙ্গন থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর স্মৃতিচারণ, শুভেচ্ছা বক্তব্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফল ড্র শেষে দুপুরের খাবার পরিবেশন করা হয়। ঈদ পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক ইয়াছিন ফারুক এতে স্বাগত বক্তব্য দেন।

সাবেক শিক্ষার্থী ড. আবদুল্লাহ হিল মামুনের সঞ্চালনায় প্রধান শিক্ষক শামসুল আলম, উদযাপন কমিটির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, শৃঙ্খলা কমিটির জানে আলম মেম্বারসহ বিভিন্ন ব্যাচের প্রতিনিধিরা স্মৃতিচারণ করেন।এরআগে সকালে স্কুলের প্রতিষ্ঠাতা আবুল হায়াত, ইসকান্দর চৌধুরী ও শিক্ষক শেখ নজরুল ইসলামের কবরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রাক্তন ছাত্রছাত্রীরা। আগামীতে বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি স্কুলের নানা উন্নয়নে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধবেসরকারিভাবে জাতীয় পর্যায়ে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপনের উদ্যোগ