রোটারী ক্লাব অব চিটাগাং হেরিটেইজের উদ্যোগে নগরীর সিআরবিতে গতকাল শুক্রবার সকালে ব্রেস্ট ক্যান্সার এওয়ারনেস র্যালির আয়োজন করা হয়। এতে রোটারী ইন্টারন্যাশনাল জেলা ৩২৮২, বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট অফিসিয়ালগণ, বিভিন্ন রোটারী ক্লাবের সভাপতি এবং আয়োজক ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত ডাক্তারগণ তাদের বক্তব্যে বলেন-বাংলাদেশে নারীদের মধ্যে স্তন ক্যান্সার এখন সর্বাধিক। প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে। স্তন ক্যান্সারের কারণগুলো হলো- বয়স বাড়ার সাথে সাথে স্তন ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায়, পরিবারে যদি অল্প বয়সের মা, খালা, বোনের স্তন ক্যান্সার থাকে, জিনগত পরিবর্তন (জেনেটিক মিউটেশন), অল্প বয়সে (১২ বছর) মাসিক বা পিরিয়ড শুরু হলে, বেশি বয়সে (৫৫ বছর) পিরিয়ড বা মাসিক বন্ধ হওয়া, যাদের বিবাহ হয়নি, অধিক বয়সে (৩০ বছর) প্রথম বাচ্চা গ্রহণ বা সন্তান না হলে, সন্তানকে বুকের দুধ না খাওয়ানো, স্তুলাকার শরীর (অবেসিটি), শারীরিক পরিশ্রম না করা, ম্যামোগ্রাফিতে স্তনের ঘনত্ব (ডেনসিটি) বেশি থাকলে, পূর্বে বক্ষদেশে রেডিওথেরাপি বা বিকিরণ চিকিৎসা গ্রহন ইত্যাদি।
মনে রাখতে হবে প্রাথমিক পর্যায়ে এই রোগ ধরা পড়লে ৯৮ ভাগ আক্রান্তের সুস্থ হবার অবারিত সুযোগ রয়েছে। ভয়ভীতি, লজ্জা শরম ইত্যাদি পরিহার করে আমাদের তাই প্রাথমিক পর্যায়ে শনাক্তের উপর জোর দিতে হবে। এ ব্যাপারে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং সমাজের উচ্চবিত্ত রোটারিয়ানরা আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে দরিদ্র রোগীদের চিকিৎসায় বড় ধরনের ভূমিকা রাখতে পারে। প্রেস বিজ্ঞপ্তি।