রোটারী ক্লাব অব চিটাগং খুলশীর উদ্যোগে দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান সম্প্রতি এনায়েত বাজারে সামাজিক সংগঠন অনিকেত ক্লাবে অনুষ্ঠিত হয়। অনিকেতের সভাপতি জহির আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান। তিনি বলেন, আর্থিকভাবে স্বাবলম্বী হতে হলে সেলাই কাজের প্রতি সকলের গুরুত্ব দেয়া উচিত।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রোটারিয়ান আকবর হোসেন, আসাদুল হক, ফয়সাল কোরাইশী, ইঞ্জিনিয়ার নাজমুল হক, ইঞ্জিনিয়ার নাজমুল হক, আবদুল্লাহ মিলন, মোশাররাত শারমীন প্রমুখ। অনিকেতের পক্ষে বক্তব্য রাখেন মো. আলম, খালেদ কোরাইশী, মঞ্জুরানী দেবী। প্রেস বিজ্ঞপ্তি।