রোটারী গভর্নর ডিষ্ট্রিক্ট রুহেলা খান চৌধুরী গত ৯ সেপ্টেম্বর রোটারী ক্লাব অব চিটাগাং নর্থ এ অফিসিয়াল ভিজিট করেন। প্রথম পর্বে সভায় উপস্থিত ছিলেন ডিষ্ট্রিক্ট সেক্রেটারি রোটারিয়ান মোহাম্মদ শাহজাহান, রোটারিয়ান কফিল উদ্দীন মাহমুদ রিপন, রোটারিয়ান জিয়া উদ্দীন চৌধুরী, ক্লাব সভাপতি প্রফেসর জুলহাস উদ্দীন, সেক্রেটারী মোহাম্মদ রাশেদ মকবুল, মোহাম্মদ শহীদ। ডিষ্ট্রিক্ট গর্ভনর রোটারী ক্লাব অব চিটাগাং নর্থ এর সকল ডকুমেন্ট পর্যালোচনা করেন এবং সন্তোষ প্রকাশ করেন। দ্বিতীয় পর্বে ক্লাব সভাপতি রোটারিয়ান প্রফেসর জুলহাস উদ্দীনের সভাপাতিত্বে রোটারিয়ান মোহাম্মদ আবু বকর চৌধুরীর কুরআন তেলাওয়াত এবং রোটারিয়ান জসিম উদ্দীন আহমেদ চৌধুরীর রোটারী কনভোকেশন পাঠের মাধ্যমে শুরু হয়। গর্ভনর রোটারিয়ান রুহেলা খান চৌধুরী অসহায় ও পিছিয়ে পড়া নারীদের কল্যানমুলক কার্যক্রম আরও বেশী গতিশীল করার আহবান জানান। উপস্থিত ছিলেন রোটারিয়ান সালমা রহমান মনি, প্রফেসর রেজাউল করিম, এ জে এম মুজাহিদ বিন আলম প্রতীক, কাজী জসিম উদ্দিন, শেখ মো. মহিউদ্দিন মুকুট, মোহাম্মদ আবদুল খালেক, মোহাম্মদ আলী আজগর, সৈয়দ জুলফিকার আলী নোমান, মোহাম্মদ শহীদ উল্লাহ, আনোয়ার আহমদ, মোহাম্মদ সিরাজুল ইসলাম, শুভময় দাশ রাজু, নাসিম উদ্দীন, মো. মইন উদ্দীন. মো. সিরাজ উদ্দৌলা, আনোয়ার হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি