রোটারী ক্লাব অব চিটাগাং ইস্টের ঈদ পুনর্মিলনী

| বুধবার , ১০ মে, ২০২৩ at ৬:৪৪ পূর্বাহ্ণ

ঈদ আনন্দের বার্তায় সমপ্রীতির বন্ধন রচনার আহ্বান জানিয়ে রোটারি ক্লাব অব চিটাগাং ইস্টের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ক্লাবের সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান কামরুল ইসলাম ও রোকসানা আক্তার রুনা দম্পতির সৌজন্যে তাঁদের খুলশীর বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট একেএম সাইদুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও সেক্রেটারি ইলেক্ট রোটারিয়ান লেখকসাংবাদিক শওকত বাঙালির সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ক্লাব মেম্বার রোটারিয়ান পিপি এ আর খান, রোটারিয়ান পিপি কর্নেল (অব.) এবিএম জয়নুর রশীদ, রোটারিয়ান পিপি কামরুল ইসলাম, রোটারিয়ান পিপি মির্জা মুনিরুল হক, চট্টগ্রামের প্রথম ক্লিনিক্যাল পুষ্টিবিদ রোটারিয়ান পিপি হাসিনা আক্তার লিপি, রোটারিয়ান পিপি রাকিবুল ইসলাম, রোটারিয়ান পিপি মোহাম্মদ শহীদ উল্লাহ, রোটারিয়ান পিপি জয় দেব দাশ, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান নাসিমা আখতার, রোটারিয়ান নিলুফার আজাদ, রোটারিয়ান ডা. মাহাদী হাসান, রোটারিয়ান অধ্যক্ষ শ্যামল মজুমদার, রোটারিয়ান মিজানুর রহমান, রোটারিয়ান বৃজেট ডায়েস, নতুন সদস্য বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশন এর পরিচালক রোটারিয়ান খায়রুল আলম সুজন ছাড়াও রোটারী ক্লাব অব চিটাগাং ইস্টের চার্টারড প্রেসিডেন্ট মেহ্নাজ কামরুল, পিপি সাদাফ উল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মুসলিমদের বৃহত্তর ধর্মীয় উৎসবের মূল সুরই হলো অসামপ্রদায়িক চেতনায় সমৃদ্ধ হওয়া ও ভ্রাতৃত্বের বন্ধনে ঐক্যবদ্ধভাবে সমাজের মঙ্গল কামনায় নিরন্তর কাজ করা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনগরে ভবন থেকে ১০৪২ লিটার চোলাই মদ জব্দ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের সাথে বিএমসিএর মতবিনিময় সভা