১২টি রোটারি ক্লাবের উদ্যোগে হাটহাজারী আমানবাজার প্রিমিয়ার পাবলিক স্কুলে সম্প্রতি ৭৫০টি খাতা ও বলপেন ২৫০ জন ছাত্রছাত্রীর মাঝে বিতরণ করা হয়। স্কুল পরিচালনা সভাপতি রোটারিয়ান সৈয়দ মোহাম্মদ তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর প্রকৌশলী মতিউর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটারিয়ান আজিজুল ইসলাম বাবুল। প্রধান অতিথি বলেন, রোটারির ধর্মই হচ্ছে নিজের আত্মউন্নয়নের পাশাপাশি সমাজের মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখা।
এতে উপস্থিত ছিলেন রোটারিয়ান মাহফুজুল হক, মো. রেজাউল করিম চৌধুরী, আবদুল্লা মিলন, মাহবুবুল হক, মোহাম্মদ মনিরুজ্জামান, নুর মোহাম্মদ চৌধুরী, মো. ইমতিয়াজ হোসেন, সাদমান সাইকা ইসলাম শেফা, মমতাজুননেসা বেগম সুমা, নাসিমা আক্তার, মুহাম্মদ সাজিদুল হক, মো. নূরুল আমিন, প্রধান শিক্ষক রিফাত পাশা শেখ, সহকারী প্রধান শিক্ষক জান্নাতুল হুরাইন শ্রাবণী ও ইমরানুল ইসলাম তুহিন। প্রেস বিজ্ঞপ্তি।











