মানবকল্যাণে রোটারি সেবা সর্বস্তরে পৌঁছাতে হবে বলে মন্তব্য করেছেন রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের প্রেসিডেন্ট এস এম জমির উদ্দিন। তিনি বলেন, রোটারিয়ানরা নিজেদের শ্রম, মেধা ও অর্থ ব্যয় করে সমাজের কল্যাণে নিজেদের উৎসর্গ করেছেন। গতকাল শনিবার চট্টগ্রাম ক্লাবে আয়োজিত বার্ষিক সভায় সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন। ক্লাব প্রেসিডেন্টের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন রোটারিয়ান মোহাম্মদ শাহজাহান, এমদাদুল আজিজ চৌধুরী, আজিজুল গনি চৌধুরী, ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, ড. আয়েশা আফরিন, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ সালাউদ্দিন, মো. ইকরাম পাশা, মো. মনছুর মিয়া, এস এম সাজ্জাদ হোসেন, এম এ মতিন, মোহাম্মদ হান্নান, জান্নাতুল ফেরদৌস, জামাল উদ্দিন, আল–আমিন চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, এই শীতে আমাদের চারপাশের অসহায় ও সুবিধা–বঞ্চিতদের জন্য নগরীর বিভিন্ন স্থানে মাসব্যাপী শীতবস্ত্র বিতরণের কর্মসূচি চলমান রয়েছে। মূলত তাদের সুরক্ষা দেওয়ায় রোটারিয়ানদের প্রাপ্তি।