রোটারি ফুটবল ফেস্ট সম্পন্ন

| রবিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৫ at ১:৫৬ অপরাহ্ণ

রোটারি ফুটবল ফেস্ট ২০২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গায় এসবিকে স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় রোটারি ক্লাব অব অ্যান্সিয়েন্ট চিটাগং এবং রানার্সআপ হয় রোটারি ক্লাব অব এংকর সিটি চিটাগং। এর আগে বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ টুর্নামেন্টের সূচনা হয়। প্রতিটি ম্যাচের সময়সীমা ছিল ৩০ মিনিট। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস,রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন,রোটারি ক্লাব অব রিভারাইন হালদা,রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম,রোটারি ক্লাব অব অ্যান্সিয়েন্ট চিটাগং,রোটারি ক্লাব অব চিটাগাং নর্থ,রোটারি ক্লাব অব চিটাগাং এংকর সিটি,রোটারি ক্লাব অব চিটাগাং অ্যারিস্টোক্র্যাট, রোটারি ক্লাব অব চিটাগাং সাউথ এবং রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটি। আয়োজক কমিটির সদস্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম এ আবু তাইয়্যেব, মিনহাজ উদ্দিন আহমেদ নাহিয়ান, সওয়েব উদ্দিন খান, মো. আব্দুল কাদের বিপ্লব, কাজী হাসানুজ্জামান শান্টু (সভাপতি), পঙ্কজ বিশ্বাস (সচিব), ফজলে রাব্বি সিনান, মুবিন কাইফ, শাহরিয়ার কবির সহ অন্যান্য সদস্যবৃন্দ। পাশাপাশি ছোট্ট রোটা কিডসরাও অনুষ্ঠানে উপস্থিত ছিল। রোটারি ক্লাব অব চিটাগং হেরিটেজের প্রত্যাশা ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে তারা সবাইকে পাশে পাবেন।

পূর্ববর্তী নিবন্ধবির্তককে সঙ্গী করে আজ সুপার ফোরে মুখোমুখি ভারত-পাকিস্তান
পরবর্তী নিবন্ধপ্রথমবারের মতো নারী নির্বাচক হিসেবে সালমাকে নিয়োগ দিল বিসিবি