রোটারি নারীর ক্ষমতায়নে কাজ করতে চায়

ডিস্ট্রিক্ট ট্রেনিং টিম সেমিনারে ডিজিই রুহেলা খান

| বুধবার , ৯ মার্চ, ২০২২ at ৭:৩৭ পূর্বাহ্ণ

রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২-এর ২০২২-২৩ রোটাবর্ষের ডিস্ট্রিক্ট ট্রেনিং টিম সেমিনার (ডিটিটিএস) গত ৪ ও ৫ মার্চ কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিাত হয়। ইভেন্ট চেয়ার মোহাম্মদ ফাহিমের সভাপতিত্বে আলোচনা পর্বে ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট রুহেলা খান চৌধুরী বলেন, রোটারিতে যে তরুণ প্রজন্ম রয়েছে তাদের সৃজনশীল ভাবনা ও ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে রোটারি কর্মযজ্ঞকে এগিয়ে নিতে হবে। ইমাজিন টিমের নেতৃবৃন্দ, যারা ট্রেনিং নিয়েছেন তাদের সাথে নিয়ে ২০২২-২৩ রোটাবর্ষকে একটি দৃষ্টান্তস্থাপনকারী রোটাবর্ষ উদযাপন করতে চাই। রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট জেনিফার জোনস এবং তিনি নিজেও একজন নারী উল্লেখ করে রুহেলা খান চৌধুরী রোটারির ৭টি এভিনিউয়ের অংশ হিসাবে নারীর ক্ষমতায়ন নিয়ে উল্লেখযোগ্য কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তব্য দেন ডিস্ট্রিক্ট গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী, পিডিজি আবদুল আহাদ, পিডিজি ড. মীর আনিসুজ্জামান, পিডিজি ডা. মনজুরুল হক চৌধুরী, পিডিজি এম এ লতিফ, পিডিজি শহীদ আহমদ চৌধুরী, পিডিজি প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুুরী, ডিস্ট্রিক্ট ট্রেইনার পিডিজি দিলনাশিন মোহসেন, পিডিজি অধ্যক্ষ এম আতাউর রহমান পীর, আইপিডিজি ড. বেলাল উদ্দিন আহমেদ, ডিজিএন ইঞ্জিনিয়ার মতিউর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শেষদিন ডিজিই রুহেলা খান চৌধুরী ইমাজিন টিমের সদস্যদের পরিচয় করিয়ে দেন ও সনদপত্র প্রদান করেন। দুই দিনের সেমিনারে অংশগ্রহণকারী ছিলেন ৩ শতাধিক। হোস্ট ক্লাব মেট্রোপলিটন চিটাগং। বিভিন্ন বিষয়ে ৬টি সেশন অনুষ্ঠিত হয়। আয়োজনে ছিল উদ্বোধন পর্ব, ট্রেনিং পর্ব, সমাপনী পর্ব ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সনদ বিতরণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলীতে দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় আরও ৭ জন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসিআরবি রক্ষার দাবিতে পতাকা মিছিল