রোটারি ডে ক্রিকেট কার্নিভ্যাল সম্পন্ন

| শনিবার , ৬ মার্চ, ২০২১ at ১০:৩৫ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব চট্টগ্রাম সাগরিকা আয়োজিত রোটারি ডে ক্রিকেট কার্ণিভ্যাল গতকাল চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে সম্পন্ন হয়েছে। এই ক্রিকেট কার্নিভ্যালে কর্ণফুল লাভার্স, হালদা ফাইটার্স, শঙ্খ ওয়ারিয়র্স, সাংগু চ্যালেঞ্জার্স নামে ৪টি দল অংশগ্রহন করে। ফাইনাল খেলায় সঙ্খ ওয়ারিয়র্স ১৫ রানে হালদা ফাইটার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জণ করে । খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্জ্ব আলী আব্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইভেন্ট চেয়ারম্যান পিডিজি প্রফেসর. ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব চট্টগ্রাম সাগরিকা’র প্রেসিডেন্ট রোটারিয়ান রাশেদুল আমিন এমপিএইচএফ। এসময় রোটারি ক্লাব অব চট্টগ্রাম সাগরিকা’র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টে সবচেয়ে বেশি শূন্যের রেকর্ড কোহলির
পরবর্তী নিবন্ধফুটবল খেলোয়াড় সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা