রোটারি ডিস্ট্রিক্ট এর রোটা বর্ষের (২০২৩–২৪) টিম গঠন ও ইয়ার প্ল্যানিং সভা ‘প্রত্যাশা’ স্থানীয় একটি ক্লাবে গত শুক্রবার অনুষ্ঠিত হয়। সভা সূচনা করেন বর্তমান ডিজি রুহেলা খান চৌধুরী। তারপর ডিজিই মিতিউর রহমান তার টিম ঘোষনা ও টিম সদস্যদের পরিচয় করিয়ে দেন। ডিস্ট্রিক্ট ট্রেইনার পিডিজি আব্দুল আহাদ, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আকবর হোসেন, এঙিকিউটিভ সেক্রেটারি শামসুল আলম, ট্রেজারার আসাদুল হক, এ্যাসিস্টেন গভর্নর কাজী মো. আশেকে এলাহী সহ আরও অনেকের নাম ঘোষনা করেন। এতে উপস্থিত ছিলেন ডিজিএন ফয়সাল আহমেদ, পিডিজি এম, এ আউয়াল, পিডিজি দিলনাশিন মোহসেন, পিডিজি বেলাল উদ্দিন আহমেদ, পিডিজি আবু ফয়েজ খান, ডা. মইনুল ইসলাম মাহমুদ, ডা. ইমরান বিন ইউনুস, জিয়া উদ্দিন চৌধুরী, ডা. আইয়ুব, সামিনা ইসলাম, ডা. আকবর হোসেন, ডা. এম, এ,করিম, সাব্বির চৌধুরী, তাসলিমা ইয়াসমিন চৌধুরী, সাজিদ রহমান, খায়ের আহম্মেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।