রোটারি ক্লাব চিটাগাং পাইওনিয়র পরিদর্শনে ডিস্ট্রিক্ট গভর্নর

| রবিবার , ১০ অক্টোবর, ২০২১ at ১০:৫৯ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব চিটাগাং পাইওনিয়র পরিদর্শন করেন ডিস্ট্রিক্ট গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী। এ উপলক্ষে গত ৮ অক্টোবর আগ্রাবাদস্থ একটি হোটেলে তিনি তিনটি পর্যায়ে ক্লাব পরিদর্শনের কার্যক্রম শেষ করেন। প্রথম পর্যায়ে ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট, সেক্রেটারি ও প্রেসিডেন্ট ইলেক্টের সাথে মতবিনিময় করেন। ২য় পর্যায়ে ক্লাবের সকল সদস্যদের সাথে গভর্নর এসেম্বলি পরিচালনা করেন। ৩য় পর্যায়ে ক্লাবের নিয়মিত সভা প্রেসিডেন্ট রোটারিয়ান এডভোকেট দিল আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। ডিস্ট্রিক্ট গভর্নর তাঁর বক্তব্যে বলেন, রোটারী ক্লাবসমূহ রোটারীর গঠনতন্ত্র ও বিধিমালা অনুযায়ী পরিচালিত হয়। তাই রোটারী ক্লাব অব চিটাগাং পাইওনিয়রকে নিয়মনীতি অনুযায়ী কাজ পরিচালনা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি ক্লাবের সদস্য সংখ্যা বৃদ্ধি, টিআরএফ কন্ট্রিবিউশন, সার্ভিস প্রজেক্ট, গ্লোবাল গ্রান্টের উপর গুরুতারোপ করেন। ক্লাবের প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট গভর্নর পরিদর্শনে সার্বিক সহযোগিতা প্রদান করায় সকল সদস্যদের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিয়বন্ধনের বৃত্তি প্রদান অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধশেঠ গ্রুপের কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত