চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে, তাদের পাহাড়সমূহে বনজ বৃক্ষের পাশাপাশি পাখপাখালিদের প্রাকৃতিক আবাস সৃষ্টির লক্ষ্যে ফলদ বৃক্ষরোপণ শুরু করেছে। এতে রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন অংশগ্রহণ করে রোটারি ইন্টান্যাশনালের সাতটি ফোকাস এরিয়ার অন্যতম পরিবেশ রক্ষার বাৎসরিক বৃক্ষরোপণ কার্যক্রম গতকাল শুক্রবার সেপ্টেম্বর ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান এম এ মুকিত চৌধুরীর নির্দেশনায় পরিচালিত হয়। উল্লেখ্য, অনুষ্ঠানে রোটারি ক্লাব অব ডাউনটাউন এবং এর স্পনসরড্ তিনটি রোটারেক্ট ক্লাবের রোটারেক্ট ক্লাব অব চিটাগং ডাউনটাউনের সভাপতি রোটারেক্টর আসিফ নিজাম, ক্লাব সচিব নুর উদ্দিন, রোটারেক্ট ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের ক্লাব সচিব রোটারেক্টর নমিউল হক তোফাইল, আফজাল হোসেন, রাফসান, সৌকাত প্রমুখ। বৃক্ষরোপন শেষে ক্লাব প্রেসিডেন্ট চিড়িয়াখানা কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। শেষে চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. শাহাদাত হোসেন শুভকে ধন্যবাদ জানিয়ে স্মারক উপহার তুলে দেয়া হয়। এতে পিপি অধ্যাপক ডা. ওয়াজীর আহমেদ, পিপি আফতা সিদ্দিকী, পিই ফারহাদুল ইসলাম, রোটারিয়ান ফিরোজ আহমেদ, রোটারিয়ান জাহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।