‘সেইফ দ্যা ফিউচার’ স্লোগানকে সামনে রেখে এবং তরুণদের সৃজনশীল ব্যবসায়িক আইডিয়া উপস্থাপন ও উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসার জন্য রোটারি ক্লাব অব চিটাগাং এরিস্টোক্র্যাটের ‘ইনোভেটিভ বিজনেস আইডিয়া কনটেস্ট ও চার্টার নাইট’ ক্লাব প্রেসিডেন্ট এএকেএম শহিদ উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয় । এতে চট্টগ্রামের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৩৭টি মেধাবী তরুণ উদ্যোক্তা দল তাদের ব্যবসায়িক আইডিয়া উপস্থাপন করেন। উপস্থিত বিচারক মণ্ডলীর মাধ্যমে প্রথমে ৩৭টি ব্যাবসায়িক উদ্যোগের প্রস্তাব থেকে ৫টি দলকে চূড়ান্ত প্রতিযোগী হিসেবে বেছে নেওয়া হয়। প্রতিযোগিতার পর্বে উপস্থিত ২৩ জন বিচারক এবং দর্শকদের মধ্যে প্রতিটি দল তাদের ইনোভেটিভ বিজনেস আইডিয়া উপস্থাপন করে। এর মধ্যে চ্যাম্পিয়ন দল হিসেবে বিবেচিত হয় রোটারেক্ট ক্লাব অব চট্টগ্রাম মেট্রোপলিটন, যারা ব্যবহৃত ডেনিম জিন্সকে পুনঃব্যবহারযোগ্য করে ব্যবসায়িক পণ্য রূপান্তর করার প্রকল্প উপস্থাপন করেন। প্রথম রানার–আপ হয় ‘সুগার সাইকেল’ টিম, রোটারেক্ট ক্লাব চিটাগাং ওয়াটারফল ও দ্বিতীয় রানার–আপ হিসেবে নির্বাচিত হন চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির ‘জ্যাকফুট টিম’।
প্রোগ্রাম চেয়ারের বক্তব্যে নোমান বিন জহির উদ্দিন বলেন, আমাদের লক্ষ ছিল একটা প্লাটফমে তরুন উদ্যোক্ত এবং শিল্প উদ্যেক্তাদের মেলবন্ধন সৃষ্টি করা। ইনোভেটিভ বিজনেস আইডিয়া কনটেস্টের সেক্রেটারি মোহাম্মদ হাসান বলেন, চট্টগ্রামের তরুনদের এক প্লাটফর্মে এনে তাদের মাঝে যে লিডারশিপ এবং রেসিলিয়েন্স আছে এটাকে যদি উজ্জীবিত করা যাই এটাই হবে পরিবর্তনের এক নতুন সূচনা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারিয়ান প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন, অ্যাডভোকেট জোবাইর হোসেন শিবলু, স্থপতি মিজানুর রহমান, প্রকৌশলী মোহাম্মদ ইমরান, মনোয়ারুল হক, ডা. জয়নাল আবেদীন মুহুরি, সাদমান সাইকা সেফা, এস.এম. মুহিবুরর রহমান, আরমান উল হাকিম, আব্দুল কাইযুম ফরহাদ, মো.শামীম রেজা, নাজমুল বিন আবেদিন, আকরামুল হাকিম চৌধুরী, সরোজ বড়ুয়া, আলি নুরি মিল্টন, সৈয়দ জালাল উদ্দিন রোম্মান, ফয়সাল কবির, মোহাম্মদ হাসান, অলকা তাইমুর, তারভির আহম্মেদ, মাফরুল হক, ফয়েজ এম তাইমুর, মোহাম্মদ হাসান উদ্দিন, নাজমা বেগম, ডা. মো. নাজিম উদ্দিন, খালেদ রায়হান, প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












