সমপ্রতি রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা টিমের সদস্যরা সমপ্রতি রোটারি ক্লাব অফ চিটাগাং এরিস্টোক্রেটের অফিসিয়াল ভিজিট করেছেন। ভিজিটে এসে ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতি অসাধারণ প্রশংসা ব্যক্ত করেন তারা। ক্লাবের কার্যক্রম, সমাজের প্রভাব এবং মানবসেবায় ক্লাব সদস্যদের নিরলস প্রচেষ্টাকে তারা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করেন।
ক্লাবের প্রেসিডেন্ট এস এম মুহিবুর রহমান তার বক্তব্যে বলেন, আমাদের ক্লাবের প্রতিটি সদস্যই স্ব–স্ব অবস্থান থেকে মানবতার কল্যাণে নিবেদিতপ্রাণ। আমরা শুধু দায়িত্ব পালন করছি না বরং সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তন আনার জন্য কাজ করে যাচ্ছি। আমাদের প্রচেষ্টা আগামীর স্বপ্ন বুননে এক নতুন দিগন্ত উন্মোচন করছে। রিপসা টিমের প্রতিনিধি ও ডেপুটি কো–অর্ডিনেটর রোটারিয়ান পিপি মোঃ মনিরুজ্জামান, সমন্বয়কারী রোটারিয়ান ইব্রাহিম হাসান, সমন্বয়কারী রোটারিয়ান শওকত আউয়াল ও ক্লাবের রোটারিয়ানরা এই বিশেষ মিটিংয়ে উপস্থিত ছিলেন। চার্টার প্রেসিডেন্ট মোস্তফা আশরাফুল ইসলাম আলভী তার বক্তব্যে বলেন, ২০২৫ সাল আমাদের ক্লাবের জন্য এক গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে। আমরা এমন কিছু উদ্যোগ নিতে চাই যা আমাদের ক্লাবকে আরও উচ্চতায় পৌঁছে দেবে এবং আমাদের সকল সদস্যের মাঝে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করবে। আমরা চাই, আমাদের ভবিষ্যৎ প্রেসিডেন্ট ২০২৫–২০২৬ সালে এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ক্লাবকে আরও উজ্জ্বল এক অধ্যায় উপহার দিন। পরিশেষে, ক্লাবের প্রেসিডেন্ট এস এম মুহিবুর রহমান উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ক্লাবের নিয়মিত মিটিংয়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।