রোটারি ক্লাব চিটাগং রেড বোর্ডের গভর্নর ভিজিট

| মঙ্গলবার , ৭ নভেম্বর, ২০২৩ at ১১:০৮ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব চিটাগং রেড বোর্ডের গভর্নর ভিজিট গত শুক্রবার নগরীর আগ্রাবাদে একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ইফতেখার উদ্দিন খান। প্রধান অতিথি ছিলেন রোটারি জেলা ৩২৮২এর গভর্নর প্রকৌশলী মতিউর রহমান। তিনি বলেন, রোটারি হচ্ছে একটি মানবিক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে বিশ্বের লাখ লাখ সেবা বঞ্চিত মানুষ উপকৃত হয়।

এতে উপস্থিত ছিলেন জেলার ফার্স্ট লেডি সামিনা ইসলাম, জেলার সেক্রেটারি আকবর হোসেন ও নির্বাহী সেক্রেটারি শামসুল আলম। বক্তব্য দেন মির্জা হাফিজুর রহমান সোহেল, জাহেদা আক্তার মিতা, আব্দুল মান্নান বাহার, প্রবীর রঞ্জন সাহা, শেখ ওবায়দুল ইসলাম, এম নাসিরুল হক, অভিজিৎ বড়ুয়া, ক্লাবের সভাপতি ইফতেখার উদ্দিন খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআখতারুজ্জামান বাবুর কবরে দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় দুই বিএনপি নেতা গ্রেপ্তার