জামালখানস্থ ব্লুম চিটাগং ও রোটারি ক্লাব অফ চিটাগং রিভার শাইনের যৌথ উদ্যোগে গত ২১ মার্চ রোটারিয়ান কাজী মো. আশেকে এলাহীর সভাপতিত্বে উদযাপিত হয়েছে বিশ্ব ডাউন সিন্ড্রোম দিবস। এবারের থিম ছিল ‘ইনক্লুশান’ অথাৎ অন্তর্ভুক্তি। এতে প্রধান অতিথি ছিলেন ডিজিই রুহেলা খান চৌধুরী। তিনি সকলকে এই বুদ্ধি প্রতিবন্ধিদের জন্য সহযোগিতার হাত বাড়ানোর আহবান জানান। ব্লুম চিটাগংয়ে প্রধান তাসনিম আবেদিন বলেন, একটু সহমর্মিতা পেলে তারাও স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। সভা শেষে সবাইকে উপহার সামগ্রি বিতরণ করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিয়াউল আবেদিন, মো. শাহাজাহান, হেলাল উদ্দিন, আইনুল আবেদিন, শমিলা দাশ, তানজিলা, আবিদা, অপিতা, সাইকা, নাসমিন, মাফরুহা, তানজিনা আহমদ, ক্যাপ্টেন সালাউদ্দিন আজিজ। প্রেস বিজ্ঞপ্তি।