রোটারি ক্লাব চিটাগং পোর্ট সিটির ২০তম চার্টার

| শনিবার , ১ নভেম্বর, ২০২৫ at ৮:৫২ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির ২০তম চার্টার ও ফ্যামিলি নাইট গত ২৬ অক্টোবর সিএমপি অফিসার্স ক্লাবের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি রোটারিয়ান অ্যাডভোকেট মোহাম্মদ এমাদাদুর রহমান। পবিত্র কোরআন তেলাওয়াত করেন রোটারিয়ান পিপি মোহাম্মদ আরমান।

সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে রোটারি প্রত্যয় পাঠ করেন আইপিপি জাহেদুল ইসলাম। অনুষ্ঠানে চেয়ারম্যান পিপি জাকির হোসেনের স্বাগত বক্তব্যে প্রয়াত রোটারিয়ানদের স্মরণ করেন এবং বর্তমান রোটারি কার্যক্রম তুলে ধরেন। রেজিস্ট্রেশন চেয়ার পিপি ওমর ফারুক র‌্যাফেল ড্র পরিচালনা করেন। রোটারি পরিবারের শিশুকিশোরদের হাতে বই তুলে দেন পিপি ছাইফুল হুদা সিদ্দিকী। বক্তব্য দেন পিপি এইচ এম ফেরদৌস, চ্যার্টার সেক্রেটারি পিপি এসএম আবু সুফিয়ান ও পিপি ইঞ্জিনিয়ার আবু নাঈম। উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো. রাশেদুল হাসান, পিপি মোহাম্মদ ইমরান, ইঞ্জিনিয়ার মোরশেদ আলম, পিপি মুহাম্মদ সাজেদুল হক, জয়েন্ট সেক্রেটারি পলাশ বড়ুয়া, মো. ইলিয়াস চৌধুরী, অ্যাডভোকেট শমসের তাবরীজ, এহসান মাহমুদ আলম, মো. হাসান মুরাদ, রোটার‌্যাক্ট ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট মো. নাজমুল হক ও রমিজ উদ্দিন। পরে ২১তম চার্টার ও ফ্যামিলি নাইটের কেক কাটা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউদ্যোক্তা হয়ে এগিয়ে যাচ্ছে নারীরা
পরবর্তী নিবন্ধগণভোটই জাতিকে দ্রুত নির্বাচনমুখী করতে পারে